ময়মনসিংহে তেলবাহী ট্রেন দুর্ঘটনায়
ময়মনসিংহ সদর উপজেলায় তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়েস্টেশন সুপার জহিরুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি ময়মনসিংহ হয়ে জামালপুর যাচ্ছিল। হঠাৎ বিদ্যাগঞ্জ স্টেশনের কাছে চারটি বগি লাইনচ্যুত হয়।
“দুর্ঘটনার পর থেকে জামালপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জামালপুর ও ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে তিস্তা, অগ্নিবীণা ও ব্রহ্মপুত্রসহ চারটি ট্রেন।”
সন্ধ্যা নাগাদ রেললাইন মেরামতের কাজ শেষ হতে পারে বলে জানান স্টেশন সুপার জহিরুল হক।
ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক গাউসুল মনির জানিয়েছেন, তদন্ত দলের প্রধান হচ্ছেন বিভাগীয় প্রশিক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান।
অন্য তিনজন হলেন - ডিইএন আহসান জাবির, ডিএসটিই তারেক মো. শামস তুষার ও ডিএমই জয়দুল ইসলাম।
তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে বলে জানান গাউসুল মনির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন